Headlines
Loading...
স্মরণে মৃণাল সেন,আয়োজক বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্র

স্মরণে মৃণাল সেন,আয়োজক বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্র

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম দিকপাল পরিচালক মৃণাল সেন কে শ্রদ্ধায় স্মরণ করতে চলেছে বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্র ৷ আগামী ১ ফ্রেব্রুয়ারি বিকাল ৫ টায় তাদের উদ্যোগে বর্ধমান টাউনহলে আয়োজিত হবে এক আলোচনা সভার ৷ উঠে আসবে তার বিখ্যাত ছবি ভূবন সোম, কলকাতা কলকাতা, আকালের সন্ধানে, একদিন প্রতিদিন, মৃগয়া সহ আরো অনেক ছবির কথা ৷ প্রধান আলোচক থাকছেন বিশিষ্ট চলচ্চিত্র বিশেষজ্ঞ অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় ৷ বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দাঁ জানিয়েছেন, মহান এই পরিচালককে সম্মান জানানোর জন্য তাদের এই ছোট্ট প্রয়াস 'ফিরে দেখা' মৃণাল সেন। সমগ্র বর্ধমান বাসীকে এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানিয়েছেন চলচ্চিত্র চর্চা কেন্দ্রের কর্মকর্তা গন। তিনি জানিয়েছেন, আলোচনা সভা শেষে ১৯৮০ সালে নির্মিত মৃণাল সেনের কালজয়ী ছবি 'অকালের সন্ধানে' চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});