Headlines
Loading...
কৌশল বদলাচ্ছে চিটফান্ডগুলি,সতর্ক রাজ্য সরকার গড়ল নজরদারি কমিটি।

কৌশল বদলাচ্ছে চিটফান্ডগুলি,সতর্ক রাজ্য সরকার গড়ল নজরদারি কমিটি।

ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতা: এখনও সারদা,রোজভ্যালির মত চিটফান্ড সংস্থাগুলোর দ্বারা প্রতারিত আমানতকারীদের ক্ষত শুকায়নি ,এরই মধ্যে নতুন নতুন কায়দায় আবার মানুষ ঠকানোর ব্যবসা চালু করেছে বেশ কয়েকটি সংস্থা। এই ব্যাপারে রিপোর্ট পাওয়ার পরই রাজ্য সরকার বেআইনি সংস্থাগুলির কার্যকলাপের উপরে নজরদারি করবার জন্য স্বরাষ্ট্রসচিব,ক্রেতাসুরক্ষা দপ্তরের সচিব এবং বেশকিছু আধিকারিকদের নিয়ে রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
একাধিক চিটফান্ডের দ্বারা প্রতারিত হয়ে রাজ্যের বহু সাধারণ মানুষ আর্থিক দিক থেকে সর্বস্বান্ত হয়েছেন।সেই সব ঘটনার তদন্ত চলছে। এরই মাঝে এই ধরনের সংস্থাগুলি নতুন নতুন নামে ও নতুন কৌশলে পুরোনো ব্যবসাকে আবার চাঙ্গা করার প্রক্রিয়া শুরু করেছে। মানুষকে টাকার বদলে গয়না দেওয়ার নামে বা কোনো জায়গায় বেড়াতে নিয়ে যাওয়ার নামে আবার টাকা তোলার চেষ্টা করছে বলে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে।কোনো কোনো বেআইনি সংস্থা আবার সারা বছর টাকা জমানোর বিনিময়ে মোটা অর্থের সম্পত্তি দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে প্রতারিত করার ফাঁদ পেতেছে। সেই কারণে রাজ্য সরকার রাজ্যস্তরে এই কমিটি গঠনের পাশাপাশি জেলাস্তরেও ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিককে নিয়ে নজরদারি এবং সমন্বয় কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});