Headlines
Loading...
পূর্ব মেদিনীপুর জেলায় আবার এসিড হামলা,গৃহবধূ আক্রান্ত।

পূর্ব মেদিনীপুর জেলায় আবার এসিড হামলা,গৃহবধূ আক্রান্ত।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার পূর্ব দক্ষিণ ময়না গ্রামে এক গৃহবধূ বাজার থেকে গতকাল সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। সেই সময় বাড়ির কিছুটা দূরে অন্ধকারে এক দুষ্কৃতি মোটর বাইক এ করে এসে গায়ে এসিড ছুড়ে পালিয়ে যায় গৃহবধূ কে লক্ষ্য করে। এসিডের জ্বালা থেকে বাঁচতে ওই গৃহবধূ রাস্তার ধারে পুকুরে ঝাঁপ দেয়। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ময়না ব্লক হাসপাতাল পরে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধূর নাম ললিতা বর্মণ,বয়স ৪২।                         
স্থানীয়দের সন্দেহ,অবৈধ সম্পর্কের জেরে এই এসিড হামলা হতে পারে। বেশ কয়েক বছর ধরে ওই গৃহবধূর বাড়িতে যাতায়াত ছিলো নিমাই দলুই নামে এক যুবকের। কয়েক দিন আগে ওই যুবককে বাড়িতে আসতে বারণ করে ললিতা কিন্তু তারপরেও নিমাই ওই গৃহবধূর  বাড়িতে এলে তাকে তাড়িয়ে দেয় ললিতা। সেই আক্রোশে এই হামলা কিনা ময়না থানার পুলিশ তদন্ত শুরু করেছে। নিমাই দোলুইকে  পুলিশ আটক করেছে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});