Headlines
Loading...
পূর্ব বর্ধমানে জি টি রোডের দুপাশে বৃক্ষরোপন কর্ম সুচির সূচনা করলেন জেলাশাসক।

পূর্ব বর্ধমানে জি টি রোডের দুপাশে বৃক্ষরোপন কর্ম সুচির সূচনা করলেন জেলাশাসক।

ফোকাস বেঙ্গল ডেস্কঃ জি টি রোড সম্প্রসারণের জন্য উল্লাস থেকে নবাবহাট পর্যন্ত প্রায় ৪০০ গাছ কাটা হয়েছিল। তা নিয়ে বিস্তর সমালোচনাও হয়েছে। কেউ কেউ গাছ কাটার আগে গাছ লাগানো হয়নি কেন তা নিয়ে প্রশ্নও তুলেছেন। চলছে দিকে দিকে বনসৃজন আর বৃক্ষরোপন কর্মসুচিও। শুক্রবার তারই অঙ্গ হিসাবে জিটি রোডের দুপাশে গাছ লাগানোর কর্মসুচির সুচনা করলেন  পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব । 
এদিন তিনি ৫০টি গাছের চারা লাগিয়ে সুচনা করলেন। উল্লাস থেকে নবাবহাট পর্যন্ত ৪০০ গাছ কাটার পরিবর্তে লাগান হবে প্রায় ২০০০গাছ। অনুষ্ঠানে হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রত্নেশ্বর রায়, মহকুমা শাসক(উওর) মুফতি সামিম সওকত প্রমুখরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});